চিনহুং ফাইবার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৩.৮০ লক্ষ টাকার অনুদান — শ্রমিক আন্দোলনে এক মানবিক অধ্যায়ের সূচনা

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক বিরল এবং অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো চিনহুং ফাইবার্স শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ সকাল ১১টায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ইউনিয়নের পক্ষ থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়, যা গরিব, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা খাতে ব্যয় করা হবে।
এই উপলক্ষে হাসপাতালের সেমিনার কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার আলম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মদ নবী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ মনিরুল আলম এবং উপ-পরিচালক ডাঃ আব্দুর রাজ্জাক খান, যারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অনুদানকে ‘শ্রমিক সংগঠনের একটি অনন্য মানবিক ভূমিকা’ হিসেবে অভিহিত করেন।
ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইউনিয়নের সভাপতি খোকন বড়ুয়া, সহ-সভাপতি মোঃ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, “চিনহুং ফাইবার্স লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ইউনিয়নের অস্তিত্ব আজ হুমকির মুখে। শ্রমিকদের চাঁদা বাবদ সংগৃহীত অর্থকে আমরা আমানত মনে করি। সেই অর্থকে উপদেষ্টা ইফতেখার কামাল খান ও ফজলুল কবির মিন্টুর পরামর্শে আমরা অসহায় রোগীদের সেবায় উৎসর্গ করেছি। আমরা বিশ্বাস করি এই অর্থের সঠিক ব্যবহার হবে, এবং শ্রমিকদের আস্থা অটুট থাকবে।”
হাসপাতাল কর্তৃপক্ষ এই অনুদানকে “অপরিসীম মানবিক মূল্যসম্পন্ন” আখ্যা দিয়ে বলেন,
“চিনহুং ফাইবার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই অনুদান দেশের শ্রমিক আন্দোলনে এক মানবিক ও দায়িত্বশীল অধ্যায়ের সূচনা করলো। প্রয়োজনে আমরা এই অর্থের ব্যয়ের রিপোর্ট প্রতি দুই মাস অন্তর তাদের নিকট পেশ করবো, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।”
বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো যেখানে নানা নেতিবাচক খবরের কারণে প্রায়শই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে, সেখানে চিনহুং ফাইবার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই সাহসী, দূরদর্শী এবং মানবিক উদ্যোগ শ্রমিক রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। এটি কেবল অনুদান নয়, বরং শ্রমজীবী মানুষের প্রতি শ্রমিক সংগঠনের দায়বদ্ধতার এক প্রতীক।
