চলমান সংবাদ

আনোয়ারায় বিশ্বমানের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: পোশাক শিল্পে দক্ষতা বৃদ্ধির নতুন দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এ নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আধুনিক টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যা দেশের পোশাক খাতের দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। কেইপিজেড কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ২৫ একর জমির উপর নির্মিত এই দৃষ্টিনন্দন ক্যাম্পাসে একযোগে ৮০০ শিক্ষার্থী চার বছর মেয়াদী এমএসসি পর্যায়ের টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনার সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার পাশাপাশি রয়েছে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাও। ৭টি আলাদা ক্যাম্পাসে শ্রমিক ও কর্মীদের জন্য সাজানো হয়েছে বুনিয়াদী ও কারিগরি প্রশিক্ষণ কোর্স—যার মধ্যে রয়েছে পোশাক ডিজাইন, প্যাটার্ন তৈরি, বিভিন্ন টেক্সটাইল সামগ্রীর ব্যবহার, পোশাক উৎপাদনের ধাপসমূহ, মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ইত্যাদি।

এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে রয়েছেন কোরিয়ান ইপিজেড ও ইয়ং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক স্যাং। তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় গড়ে তোলা এই বিশ্ববিদ্যালয় কেবল কেইপিজেডে কর্মরত ৮০ হাজার শ্রমিক নয়, দেশের বৃহত্তর জনশক্তির জন্যও হবে এক নির্ভরযোগ্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র।

শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক সুবিধাসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, গ্যালারিযুক্ত খেলার মাঠ এবং সুইমিং পুলসহ নানাবিধ আধুনিক অবকাঠামো।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন প্রাপ্ত হলে ২০২৬ সালের শুরুতেই আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কেইপিজেড কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, এ বিশ্ববিদ্যালয় চালু হলে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরি হবে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।