ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, এর ব্যতিক্রম চলবে না: মির্জা ফখরুল
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমাদের একটাই লক্ষ্য—আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা মেনে নেব না।”
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে ফখরুল বলেন, “গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই। আমরা অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই—সেই নির্ধারিত সময়েই চাই।”
তিনি অভিযোগ করেন, লন্ডনে দলের বৈঠকের পর নির্বাচন ঘিরে যখন সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে, ঠিক সেই সময়েই একটি চক্র দেশের রাজনৈতিক পরিবেশকে ভিন্ন পথে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করা। এ চক্রান্ত নতুন নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
তার ভাষায়, “লন্ডন বৈঠকে তারেক রহমান যখন নিশ্চিত করেছেন, নির্বাচন হবে, তখনই একটি মহলের মাথা খারাপ হয়ে গেছে। তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।”
মিটফোর্ড এলাকায় সম্প্রতি সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডেরও কড়া নিন্দা জানিয়ে ফখরুল এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে চালানো মিথ্যাচার ও ষড়যন্ত্রেরও বিচার হওয়া প্রয়োজন।
সমাবেশে কারও নাম উল্লেখ না করেই তিনি বলেন, “আজ অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। তারা মনে করে, এতে বিএনপি ঘরে ঢুকে যাবে। কিন্তু বিএনপি সেই দল, যারা বারবার চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে।”
বিএনপিকে উত্তেজিত করে ‘পাতানো ফাঁদে’ ফেলানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “এই ফাঁদে পা দিলে চলবে না।
তিনি আরো বলেন, ফ্যাসিস্টদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি। আর যেন ফ্যাসিস্ট না আসতে পারে, সে প্রতিরোধ গড়বে তাঁদের দল
সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা মিটফোর্ড হত্যাকাণ্ড ও তারেক রহমানের বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদে নানা স্লোগান দেন।