চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্কপের সমাবেশে শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরকে ঘিরে বহুমুখী সিদ্ধান্ত ও বিদেশি কোম্পানিকে টার্মিনাল ইজারা দেয়ার প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। আজ সকাল ১১টায় চট্টগ্রাম বন্দর গেইটে এক বিশাল শ্রমিক সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বন্দরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে এবং এনসিটি ইজারা দেয়ার নামে জাতীয় স্বার্থকে বিকিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং স্কপের যুগ্ম আহ্বায়ক জাহেদ উদ্দিন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মহিন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত দশ দিনে সরকার ও বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনা নিয়ে তিনবার ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে—কখনো সাইফ পাওয়ারটেককে চুক্তি নবায়নের ঘোষণা, কখনো বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার কথা, আবার কখনো নৌবাহিনীর মাধ্যমে পরিচালনার প্রস্তাব। এই বিভ্রান্তিকর অবস্থান থেকে স্পষ্ট হয়, একটি মহল বন্দরের স্থিতিশীলতা নষ্ট করে বিদেশিদের লিজ দেয়ার পাঁয়তারা করছে।
শ্রমিক নেতারা এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেয়ার সিদ্ধান্তকে “চরম আত্মঘাতী” এবং “জাতীয় স্বার্থবিরোধী” উল্লেখ করে বলেন, সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মিত, আধুনিক ও কার্যকর এই টার্মিনাল দেশের সবচেয়ে সফল কনটেইনার হ্যান্ডলিং সুবিধা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ একে বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত চলছে।
বক্তারা দাবি করেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে নেয়া এই একতরফা সিদ্ধান্তকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহাল রেখে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এটি বন্ধ না করলে ভবিষ্যতে এর ভয়াবহ মূল্য দিতে হবে।”
সমাবেশ থেকে ঘোষণা করা হয়, আগামী ৫ জুলাই কেন্দ্রীয় স্কপের সাথে মতবিনিময় সভা এবং ১২ জুলাই শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হবে। উক্ত কনভেনশনে সকল শ্রমিক-কর্মচারী ও দেশপ্রেমিক জনগণকে যোগদানের আহ্বান জানানো হয়, যাতে চট্টগ্রাম বন্দর ও এনসিটিকে দেশি-বিদেশি লিজের কবল থেকে রক্ষা করা যায়।
