মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় কী পরিবর্তন আনা হয়েছে? কারা মুক্তিযোদ্ধা হবেন?

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে একটি অধ্যাদেশ জারির পর দেশে এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে অধ্যাদেশ জারির পর কোনও কোনও গণমাধ্যমের খবরে দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে নতুন এই অধ্যাদেশের মাধ্যমে। তবে সরকার সেই বক্তব্য অস্বীকার করেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে, বীর মুক্তিযোদ্ধা ও এর সহযোগীর সংজ্ঞাও নির্ধারণ করে দেয়া হয়েছে।
সংশোধিত অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার এবং উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনীকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, অন্যান্যদের সাথে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বলা হয়েছে, মুজিবনগর সরকারের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী বা দূত এবং ওই সরকারের নিয়োগপ্রাপ্ত ডাক্তার, নার্স বা অন্যান্য সহকারীদের এই তালিকায় রাখা হয়েছে।
মূলত নতুন অধ্যাদেশে এই বিষয়টি যুক্ত করার কারণে কোনও কোনও গণমাধ্যমের খবরে দাবি করা হয়, শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে।
