চলমান সংবাদ

চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কন্টেনার টার্মিনাল বিদেশীদের ইজারা দেওয়ার উদ্যোগে স্কপের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কন্টেনার টার্মিনাল (এনসিটি) বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগে গভীর উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এ উপলক্ষে আজ সকাল ১০টায় বিলস-এলআরএসসি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সঞ্চালনায় ছিলেন স্কপের যুগ্ম সমন্বয়ক জাহেদ উদ্দিন শাহিন। সভায় আরও উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, বাংলাদেশ লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবসার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, বিএফটিইউসির যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, জাতীয়তাবাদী শ্রমিকদলের বিভাগীয় প্রচার সম্পাদক শফিকুর রহমান এবং টিইউসি’র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত নিউমুড়িং কন্টেনার টার্মিনাল দেশের সবচেয়ে আধুনিক ও লাভজনক টার্মিনাল। যার বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ১০ লক্ষ কন্টেনার হলেও দক্ষ জনবল ব্যবহারে এবং নিজস্ব সক্ষমতায় বিগত বছরে ১২ লক্ষ ৮০ হাজার কন্টেনার হ্যান্ডলিং সম্ভব হয়েছে। সুতরাং, নতুন কোনো বিনিয়োগ ছাড়াই টার্মিনালটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

বক্তারা আরও বলেন, এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এছাড়া, অন্তর্বর্তী সরকার হিসেবে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার বর্তমান সরকারের নেই বলে মন্তব্য করা হয়।

সভায় উদাহরণ দিয়ে বলা হয়, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সৌদি আরবের রেড সী গেটওয়ে টার্মিনালকে ইজারা দেওয়ার অভিজ্ঞতা ইতিবাচক নয়। প্রতিশ্রুত বিনিয়োগ এখনও বাস্তবায়িত হয়নি এবং টার্মিনালের সক্ষমতার মাত্র ১০-১২ শতাংশ ব্যবহার হচ্ছে।

বক্তারা নিউমুড়িং কন্টেনার টার্মিনাল বিদেশীদের ইজারা দেওয়ার উদ্যোগকে দুরভিসন্ধিমূলক আখ্যায়িত করেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পড়ুন:  পুলিশের বাধা উপেক্ষা করে স্কপের বিক্ষোভ মিছিল -এনসিটি ইজারা ষড়যন্ত্র বন্ধের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিশাল সমাবেশ -১ নভেম্বর গণঅনশন কর্মসূচির ঘোষণা

সভায় আগামীকাল ২৪ মে সকাল ১০টায় বিলস-এলআরএসসি কার্যালয়ে স্কপের বর্ধিত সভা এবং ২৭ মে সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।