চলমান সংবাদ

প্রগতির যাত্রীর আয়োজনে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত


সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রগতির যাত্রী’র উদ্যোগে পটিয়ার ইয়াকুব দন্ডিতে অবস্থিত বিটা সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘পারিবারিক মিলনমেলা’। প্রগতির যাত্রীর সকল সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলায় অংশগ্রহন করে। সকলের অংশগ্রহনের মাধ্যমে পারিবারিক মিলনমেলা প্রাণের মেলায় পরিনত হয়। উল্লেখ্য প্রগতিশীল চিন্তা চেতনার মানুষদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত প্রগতির যাত্রী প্রতি বছর সংগঠনের সদস্যদের পবিারের সদস্যদের নিয়ে পারিবারিক মিলনমেলা আয়োজন করে থাকে।


“কুসংস্কার ও কূপমণ্ডকতামুক্ত আলোকিত পথের যাত্রী” শীর্ষক এই মিলনমেলায় নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং দেশীয় খাবারের আয়োজন ছিল অংশগ্রহণকারীদের জন্য।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘পারিবারিক মিলনমেলা ২০২৫’ উদযাপন কমিটির আহবায়ক ডা. নিশীথ রঞ্জন দে। এছাড়া আরও বক্তব্য রাখেন অধ্যাপক কানাই দাশ, নুপুর ধর, ফজলুল কবির মিন্টু এবং রবি শংকর সেন নিশান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রগতির যাত্রীর প্রতিষ্ঠাকালীন সদস্য ইফতেখার কামাল খান, শওকত আলী, সংগঠনের অন্যতম সংগঠক সনত বড়ুয়া, সাবেক ছাত্রনেতা ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবীর, অধ্যাপক নাজিম মুরাদ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং ডা. আরিফ বাচ্চু।
অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্বের পরিচালনায় ছিলেন বিশিষ্ট তবলা বাদক ও সাংস্কৃতিক কর্মী জয়ন্ত রাহা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন শহীদুল ইসলাম, ইমাম হোসেন স্বপনস, সামিয়া, সামিহা, সুমাইয়া, তুর্য রাহা, প্রত্যয়, শুভজিত, অনুজ, কারুন্য খাস্তগীরসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় অংশগ্রহণকারীদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।