চলমান সংবাদ

ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের পক্ষ থেকে আইএলও’র বিদায়ী কান্ট্রি ডিরেক্টরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় আইএলও’র বিদায়ী কান্ট্রি ডিরেক্টর টোমো পোটোনিয়ানের সাথে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রামের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

সভায় টিইউসি’র পক্ষ থেকে টোমো পোটোনিয়ানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা হিসেবে বাংলাদেশের খ্যাতিমান শিল্পী কাইয়ুম চৌধুরীর একটি চিত্রকর্ম উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, টিইউসি চট্টগ্রাম জেলার  যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, চট্টগ্রাম বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, নারী নেত্রী আদূরী কণা এবং আইএলও কর্মকর্তা জনাব সাইদুর রহমান।

মতবিনিময় সভায় টোমো পোটোনিয়ান বাংলাদেশে তাঁর দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা এবং আইএলও’র বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “বাংলাদেশে শ্রমিকদের কল্যাণে আইএলও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

টিইউসি’র পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত তাঁর বক্তব্যে টোমো পোটোনিয়ানের দক্ষ নেতৃত্ব ও শ্রমিকবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের শ্রম খাতে ইতিবাচক পরিবর্তন সাধনে টোমো পোটোনিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে।”

সভা শেষে এক আন্তরিক পরিবেশে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।