আন্তর্জাতিক নার্সেস দিবসে বেসরকারি স্বাস্থ্য কর্মীদের ৩০ হাজার টাকা বেতন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি

আজ বিকাল ৪টায় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র অন্তর্ভুক্ত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন রোজি সাহা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি ও বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। আরও উপস্থিত ছিলেন কলখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শিপন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোকশেদুল আলম চৌধুরী, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজান, রিপা আক্তার, আদুরী কনা, সুপর্না বড়ুয়া ও মোকাদ্দেসা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্সেস দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি নার্সদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই দিনে কেবল শ্রদ্ধা নিবেদন নয়, বরং নার্সদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা।
বক্তারা নার্স এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের পেশাকে মর্যাদাপূর্ণ, নিরাপদ ও মানবিক করতে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করেন:
- নার্স এবং সকল শ্রমিক কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু
- বেসরকারি খাতে কর্মরত নার্স এবং অন্যান্য শ্রমিকদের নিম্নতম মাসিক বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ
- সঠিক বেতন কাঠামো ও শ্রম আইন অনুযায়ী ওভারটাইম সুবিধা (সর্বোচ্চ ২ ঘণ্টা)
- সনদবিহীন অভিজ্ঞ নার্সদের চাকরিচ্যুত না করা
- আধুনিক কারিকুলাম ও নিয়মিত প্রশিক্ষণের সুযোগ প্রদান
- সুরক্ষিত ও সম্মানজনক কর্মপরিবেশ সৃষ্টি করা
- আইনগত সুরক্ষা ও নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা
- পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান
- নার্সদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
বক্তারা আরো বলেন, “এই পেশা শুধু সেবামূলক নয়, এটি সামাজিকভাবে উচ্চ মূল্যায়নের দাবিদার। নার্স মানেই শুধুমাত্র সেবিকা নয়—তারা এক একজন নীরব যোদ্ধা। তাদের অধিকার রক্ষা করা মানেই মানবতার রক্ষা করা।”
