চলমান সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার

-বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে

ঢাকা, ১০ মে — আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি পাঠ করে শোনান তিনি। সাংবাদিকদের প্রশ্ন গ্রহণ না করে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন অনুমোদনের মাধ্যমে এখন থেকে কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও ট্রাইব্যুনাল শাস্তি দিতে পারবে।

আওয়ামী লীগ এবং তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে বলে জানান আইন উপদেষ্টা। এ বিষয়ে সরকারি পরিপত্র শিগগিরই জারি করা হবে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। গত দুই দিন ধরে আন্দোলনকারীরা প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এবং পরে শাহবাগে অবস্থান নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি ঘোষণা দেন ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির। এরপর গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান জানান, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাজসিক মোড়ে অবস্থান নেবেন।

রাত পৌনে নয়টার দিকে অবস্থানকারীরা সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর তারা সেখানেই অবস্থান নেন।

উল্লেখ্য, আন্দোলনকারীদের আরেকটি প্রধান দাবি ছিল “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ। এ বিষয়ে উপদেষ্টা জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সেই ঘোষণাপত্র চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।