চলমান সংবাদ

প্রগতির যাত্রীর মিলন মেলা উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৯ মে ২০২৫ঃ
প্রগতির যাত্রীর পারিবারিক মিলন মেলা উপলক্ষে গতকাল চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত তাসফিয়া গার্ডেনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় মিলন মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ডা. নিশীথ রঞ্জন দে-কে আহ্বায়ক এবং সনত বড়ুয়া, মাইনুদ্দিন দুলাল, জয়ন্ত রাহা ও রবি শংকর সেন-কে যুগ্ম আহ্বায়ক করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

আগামী ১৬ মে অনুষ্ঠেয় মিলন মেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী মঙ্গলবারের মধ্যে সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গতকালের সভায় উপস্থিত ১৮ জন তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। এ পর্যন্ত প্রায় ৪০ জন রেজিস্ট্রেশন করেছেন বলে প্রস্তুতি কমিটি জানিয়েছে।

মিলন মেলাটি প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে প্রস্তুতি কমিটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।