শীর্ষ খবর:
un

ডিসি হিলে বর্ষবরণের মঞ্চে হামলা-ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবির বিবৃতি

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলা ও ভাংচুরের ঘটনায়র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
রোববার (১৩ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানের অনুমতি নিয়ে প্রথমে আমরা জেলা প্রশাসনের গড়িমসি লক্ষ্য করেছি। এরপর অনুমতি দিলে আয়োজকরা প্রতিবছরের মতো সুন্দরভাবে পহেলা বৈশাখ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু হঠাৎ করে কিছু লোক মিছিল করে এসে প্রশাসনের নাকের ডগায় মঞ্চে আক্রমণ করে হামলা- ভাঙচুর করেছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
এ ধরনের ন্যাক্কারজনক হামলার সঙ্গে যারা জড়িত, তারা বাঙালির আবহমান সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য এবং চেতনার বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র বলে আমরা মনে করি। সাম্প্রতিক সময়ে এ ধরনের দুর্বৃত্ত গোষ্ঠীর আইন অমান্যকারী কর্মকাণ্ড সারাদেশে অবাধে চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যারা গুঁড়িয়ে দিচ্ছে, যারা মাজারে হামলা করছে, হুমকিধমকি দিয়ে কিংবা মব সন্ত্রাসের মাধ্যমে নাটক-মেলা বন্ধ করে দিচ্ছে, সেই একই গোষ্ঠী ডিসি হিলে বর্ষবরণের আয়োজনে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।
দু:খজনক হচ্ছে, রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসনের নীরব, নিস্পৃহ ভূমিকার কারণে এই দুর্বৃত্তগোষ্ঠী প্রশ্রয় পাচ্ছে। আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।
৪৬ বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠানে এভাবে হামলা-ভাঙচুর আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা উদ্বেগ জানাই, একইসঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা অবিলম্বে এর সঙ্গে জড়িত দুর্বৃত্তগোষ্ঠীকে চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।