
সাবিনা ইয়াসমীন ২০২৩ সালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর নতুন শারীরিক জটিলতা ধরা পড়ে। অস্ত্রোপচার ও ৩০টি রেডিওথেরাপির পর তিনি আবার গানে ফিরছেন। গত বছরের ৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হওয়ার পর, চার মাসে চিকিৎসা নিয়ে মে মাসে দেশে ফিরে আসেন। তিনি জানান, এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, তবে বন্ধু মিলিয়া সাবেদ ও ভক্তদের দোয়া তাকে সাহস দিয়েছে।
এখন সাবিনা ইয়াসমীন ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি স্টেজ শো করবেন এবং চট্টগ্রামেও শো করবেন। নতুন গানের রেকর্ডিংয়েরও পরিকল্পনা রয়েছে। ছয় দশক ধরে গান গাওয়া সাবিনা জানান, নিয়মিত রেওয়াজ করেই তিনি নিজেকে প্রস্তুত রাখেন। ১৯৬২ সালে গান শুরু করা সাবিনা, দীর্ঘ সংগীতজীবনে একাধিক সিনেমা ও অ্যালবামে গান করেছেন এবং সংগীত পরিচালনায়ও হাত দিয়েছেন।