চলমান সংবাদ

চট্টগ্রামে যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে যুব কনভেনশন অনুষ্ঠিত

-ট্রেড ইউনিয়ন আন্দোলনে গতিশীল করতে যুব নেতৃত্বের বিকল্প নাই

গতকাল, ২৮ নভেম্বর ২০২৪, সকাল ১০টায় চট্টগ্রামের এশিয়ান এস আর হোটেলে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর সহযোগিতায় চট্টগ্রাম যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এই কনভেনশনে চট্টগ্রামের ৮টি শ্রমিক ফেডারেশনের শতাধিক যুব ট্রেড ইউনিয়ন সংগঠক অংশগ্রহণ করেন।
কনভেনশনের উদ্বোধন করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং বিলস সেন্টার কোর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “যুবরাই যেকোন প্রতিষ্ঠানের প্রাণ শক্তি। ট্রেড ইউনিয়ন আন্দোলনে গতি আনতে যুব নেতৃত্বকে প্রাধান্য দিতে হবে।”
এডভোকেট ইকবাল হোসেনের সভাতিত্বে প্রথম সেশনে যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের বিগত কার্যক্রমের সফলতা এবং দুর্বলতা নিয়ে আলোচনা হয়। নাজমা আক্তারের সভাপতিত্বে দ্বিতীয় সেশনে যুব নেটওয়ার্কের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়া, বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলোজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হুদা ‘Sustainable Trade Union Movement: New Organizing Strategy’ শীর্ষক একটি উপস্থাপনা দেন, যেখানে টেকসই ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি অধ্যাপক মুহাম্মদ শাহিন চৌধুরী বলেন, “বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ ১৮-৩৫ বছরের তরুণ ও যুব সম্প্রদায়। এই বিশাল জনগণের শক্তিকে টেকসই উন্নয়নের জন্য কাজে লাগাতে সঠিক ও বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন।”
কনভেনশনে শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়। দেশের ৮৫-৮৭% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, যেখানে তাদের কোনো অধিকার সুরক্ষিত নয়। বিশেষ করে বেসরকারি স্বাস্থ্য খাতে কর্মরত শ্রমিকরা অত্যন্ত কম মজুরি পান, যার কারণে তারা দ্বৈত শিফটে বা একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য হন। কনভেনশন থেকে জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।
এছাড়া, শ্রমিকনেতারা ন্যায্যমূল্যে দোকান খুলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং রেশনিং ব্যবস্থা চালু করার দাবিও তোলেন। কনভেনশনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রমিক নেতা, যেমন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, নাসরিন আক্তার, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ মিয়া, জাহিদ উদ্দিন শাহিন, মোহাম্মদ ইদ্রিস, হাসিবুর রহমান বিপ্লব, লৎফুন্নাহার সোনিয়া, তামান্না বিনতে আজাদ, গুলজার বেগম, মাহফুজুর রহমান মারুফ, শাহানা বেগম, তাপস পাল,   এবং অন্যান্য শ্রমিক নেতা। কনভেশনের সবগুলো অধিবেশন সঞ্চালনা করেন বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টু
এই কনভেনশনটি যুব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে শক্তিশালী ও টেকসই করে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে