চলমান সংবাদ

শ্রম উপদেষ্টার সাথে শ্রমিক অধিকার কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত

আজ শ্রম উপদেষ্টার সাথে শ্রমিক অধিকার কমিশনের বৈঠক তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শ্রমিক অধিকার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা তপন দত্তসহ কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক অধিকার কমিশনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য শ্রমিক অধিকার কমিশনের গঠনের পর এটি ছিল শ্রম উপদেষ্টার সাথে প্রথম বৈঠক।
বৈঠকে উপস্থিত তপন দত্ত বলেন, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রম উপদেষ্ঠা শ্রমিক বান্ধব শ্রম সেক্টর গড়ে তোলার লক্ষে যা যা করনীয় তা চিহ্নিত করে সুপারিশ প্রণয়নের জন্য শ্রমিক অধিকার কমিশনের সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।