চলমান সংবাদ

চিন্ময় দাস আটকঃ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ৷

 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল ডিরেক্টরেট অব বর্ডার পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেপ্তার করার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে।

পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে নতুন সংকট তৈরি করেছে। এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অন্যতম কারণ হতে পারে।’’

এতে আরো উল্লেখ করা হয়েছে যে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো বৈধ আইনগত ভিত্তি ছাড়াই রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে এবং পরে তার গ্রেপ্তার তার রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে পরিষদ দাবি করছে।

তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘‘এ ধরনের গ্রেপ্তার দেশে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন করে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম অমার্জনীয়। আমরা সরকারের কাছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’’

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’ ও ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ এর মুখপাত্র হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।

পরিষদ দাবি করেছে, সরকারের উচিত হবে সকল নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি এই ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করা।

#ঢাকা, ২৬ নভেম্বর ২০২৪