চলমান সংবাদ

চট্টগ্রামে যুব কনভেনশন ২০২৪ আয়োজিত হবে ২৮ নভেম্বর

চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে আগামী ২৮ নভেম্বর, দিনব্যাপী চট্টগ্রামের এশিয়ান এস আর হোটেলে যুব কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে সামাজিক ন্যায়বিচার, শোভন কাজ বাস্তবায়ন ও টেকসই উন্নয়নে যুব ট্রেড ইউনিয়ন সংগঠকদের ভূমিকা নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

এ উপলক্ষে আজ সকালে বিলস-এলআরএসসি কনফারেন্স রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনের প্রধান অতিথিত্বে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাতীয় শ্রমিক লীগের নাসরিন আক্তার, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ, জাহাজভাঙা শ্রমিক নেতা মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর যুব কমিটির সভাপতি হাসিবুর রহমান বিপ্লব, জাতীয় শ্রমিক জোটের মমিনুল হক, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের শ্রমিক নেতা মাহফুজুর রহমান মারুফ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জিন্নাত আক্তার প্রমুখ।

প্রধান অতিথি এ এম নাজিম উদ্দিন বলেন, “যুব কনভেনশনে চট্টগ্রামে যুব ট্রেড ইউনিয়ন আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে। এই আয়োজন কেবল চট্টগ্রাম নয়, বরং সারা দেশে যুব ট্রেড ইউনিয়ন আন্দোলনকে পথ দেখাবে।” তিনি সকলকে সতর্ক করেন যেন যুব কনভেনশন কেবল অনুষ্ঠানিকতায় রূপ না নেয় এবং এর কার্যক্রম বাস্তবায়নে সবাই সজাগ থাকে।

এই যুব কনভেনশনটি যুবদের শক্তিশালী ভূমিকা ও অংশগ্রহণের মাধ্যমে দেশের শ্রমিক আন্দোলনে একটি নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।