চট্টগ্রামে যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে ৩ দিন ব্যাপী শিক্ষা শিবির আয়োজনের সিদ্ধান্ত
চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে ৩ দিন ব্যাপী শিক্ষা শিবির আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই শিবিরের লক্ষ্য হলো শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যুব ট্রেড ইউনিয়ন নেতৃত্বের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
আজ সকাল ১০টায় চট্টগ্রাম বিলস-লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টারের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টুর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর যুব শ্রমিক দলের সভাপতি হাসিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এবং বিলস সেন্টার কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন।
সভায় তিনি বলেন, “আগামী ১৯, ২০ এবং ২১ ডিসেম্বর ৩ দিন ব্যাপী এই শিক্ষা শিবির চট্টগ্রামের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে যুব শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।” তিনি সকল উপস্থিত নেতৃবৃন্দকে শিবির সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এছাড়া সভায় টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফেতখার কামাল খান, জাতীয় শ্রমিক লীগের সৈয়দ আহাম্মদ বাদল, বাংলাদেশ লেবার ফেডারেশনের আবু আহাম্মদ মিয়া, শামসুল ইসলাম আরজু, কে এম শহিদুল্লাহ, মোঃ জাবেদ আলম, জাহিদ উদ্দিন শাহিন, লুতফুন্নাহার সোনিয়া, জান্নাতুল ফেরদৌস, মাসুমা বেগমসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ৩ দিন ব্যাপী শিক্ষা শিবির চট্টগ্রাম অঞ্চলের যুব শ্রমিকদের মাঝে সংগঠন এবং আন্দোলন পরিচালনার দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি, তাদের অধিকার সচেতনতা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।