ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মধ্যস্থতায় আলোচনায় বসতে চান পুতিন, শর্ত দিলেন রাশিয়া
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর জন্য কিছু শর্ত রেখেছেন তিনি, যার মধ্যে ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো নিয়ে বড় কোনো ছাড় না দেওয়ার কথা বলেছেন। পুতিন চান, ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়া থেকে বিরত থাকুক এবং রাশিয়ার দখলে থাকা অঞ্চলে তার কর্তৃত্ব স্বীকৃতি দেওয়া হোক।
এদিকে, ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাঁর দাবি, তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন যদি প্রয়োজন হয়। ট্রাম্পের নির্বাচনী জয়ের পর রাশিয়া ইউক্রেনের অধিকৃত অঞ্চলে যুদ্ধের গতি বাড়িয়ে দিয়েছে এবং ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছু ভূমি দখলে রেখেছে। বর্তমানে, রাশিয়া ইউক্রেনের প্রায় ১ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে।
বিশ্লেষকদের মতে, যদিও একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, তবে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির জন্য দুই দেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যা যুদ্ধবিরতি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।
অন্যদিকে, ট্রাম্পের সাবেক যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, একমাত্র ট্রাম্পই ইউক্রেন এবং রাশিয়াকে এক ছাতার নিচে আনতে সক্ষম হতে পারেন, তবে কীভাবে তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, তা স্পষ্ট হয়নি।