চলমান সংবাদ

চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেট ওয়ার্কের উদ্যোগে শ্রমিকদের অধিকার আদায়ের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

আজ সকাল ১০টায় চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিসবুক প্রদান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুস্থ শ্রমিকদের নিয়মিত ও নির্দিষ্ট সময় অন্তর অনুদান প্রদান, শ্রমঘন এলাকায় সরকারী উদ্যোগে ডে কেয়ার সেন্টার স্থাপনের দাবী এবং শ্রমিকদের সম্মানজনক ও বাঁচার মতো মজুরি নিশ্চিত করার দাবী তুলে ধরা হয়।

যুব ট্রেড ইউনিয়ন নেতা গুলজার বেগমের সভাপতিত্বে এবং বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য গঠিত শ্রম অধিকার কমিশনের সদস্য এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বিশেষ অতথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও বিলস-এলআরএসসি সেন্টার কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন, শ ম জামাল উদ্দিন, জাহাজভাঙ্গা শ্রমিকনেতা মোহাম্মদ আলো, এডভোকেট ইকবাল হোসেন, নির্মান শ্রমিকনেতা মহিন উদ্দিন, হাসিবুর রহমান বিপ্লব, ওমর ফারুক, মোহাম্মদ ইদ্রিস, রেখা রানি বড়ুয়া, লুতফুন্নাহার সোনিয়া, জাহিদ উদ্দিন শাহিন, জাকির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু দাবী উত্থাপন করেন। এর মধ্যে ছিল নির্মাণ শ্রমিকদের জন্য ডাটাবেজ তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় পরিচয়পত্র প্রদান, কলকারখানায় মোট শ্রম শক্তির ৫% শিক্ষানবিস নিয়োগ, শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান স্থাপন এবং রেশনিং ব্যবস্থা প্রণয়ন। বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে সকল গৌরবময় অর্জন শ্রমিকদের রক্তের দানে অর্জিত হয়েছে, তাই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের এজেন্ডাকে অগ্রিধিকার দিতে হবে। তাছাড়া জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রার অন্যতম স্লোগান হচ্ছে,”No one left behind”। অর্থাৎ কোন দেশের কোন একটি জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে সে দেশের উন্নয়নকে কখনো টেকসই করা সম্ভবপর নয়।

এছাড়া, বক্তারা একটি গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরেন, যা হলো শ্রমিকদের সম্মানজনক এবং বাঁচার মতো মজুরি নিশ্চিত করার প্রয়োজনীয়তা। বক্তারা বলেন, শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ একটি দেশের বা জাতির উন্নয়ন সম্ভব হয়, সুতরাং তাদের জীবনযাত্রার মান উন্নত না হলে তা কখনো ফলপ্রসূ হবে না।

নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া তাদের মৌলিক অধিকার ক্ষুন্ন করছে এবং তাদের বাঁচার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করছে। তাই, তারা সরকারের কাছে সকল শ্রমিকদের জন্য জাতীয় নিম্নতম মজুরি কাঠামো প্রতিষ্ঠা এবং শ্রমিকদের উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দাবি করেন।

এছাড়া, বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নব গঠিত শ্রমিক অধিকার কমিশন শ্রমিকদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য যথাযথ সুপারিশ প্রদান করবে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।