
চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড এলাকায় র্যাম্প নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এ জন্য গতকাল এক্সপ্রেসওয়ের সংলগ্ন ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ সূত্রে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যে র্যাম্প নির্মাণের কাজ পুরোদমে শুরু হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে টাইগার পাস ও লালখান বাজারে র্যাম্প নির্মাণ সম্পন্ন হয়েছে। সিডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, র্যাম্প নির্মাণের জন্য অবৈধ দোকান উচ্ছেদে কোনো বাধা থাকবে না এবং ইপিজেডে নামতে আসা গাড়িগুলো দ্রুত এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারবে।
প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালে অনুমোদন পাওয়া এই প্রকল্পের মোট ব্যয় ৪ হাজার ২৯৮ কোটি টাকা, যার নির্মাণ কাজ ২০২৫ সালের জুনে শেষ হবে।
# ১৫/১১/২০২৪, চট্টগ্রাম