চলমান সংবাদ

শপথ নিলেন মেয়র শাহাদাত

শপথ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে গতকাল সকালে তাকে শপথ বাক্য পাঠ করান পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চসিকের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. তোফায়েল ইসলাম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, মনজুরুল আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামের পিপি এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রামের পিপি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিভাগীয় স্পেশাল জজ আদালতের পিপি এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) রাশেদুল মান্নান, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আইয়ুব চৌধুরী, এয়ার কমোডর (অবসরপ্রাপ্ত) মো. মাইনুদ্দিন।