চলমান সংবাদ

শঙ্কা-উদ্বেগের মধ্যে দুর্গাপূজার প্রস্তুতি

ঢাকা, ৫ অক্টোবর ২০২৪: বাংলাদেশে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে নানা শঙ্কা ও উদ্বেগের মধ্য দিয়ে। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তবে অনেক পূজারীদের মনে স্বতঃস্ফূর্ততার অভাব দেখা দিয়েছে। কিছু এলাকায় আকস্মিক বন্যার কারণে পূজার আয়োজনও প্রভাবিত হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এবার ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের পরিকল্পনা রয়েছে। কিন্তু, পূজা শুরুর আগে বিভিন্ন স্থানে মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে, যা উদ্বেগের সৃষ্টি করেছে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানান, গত ১৩ দিনে ১৩টি জেলায় ১৭টি মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, “সরকারের তরফ থেকে পূজার নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে, তবে সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ রয়েছে।” অনেক এলাকায় পূজা আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে তা ভেস্তে যাচ্ছে।

গত কয়েক দিনে কিশোরগঞ্জ, বরিশাল এবং পাবনা এলাকায় একাধিক মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, তারা অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশনের নিরাপত্তাজনিত কারণে কুমারি পূজার আয়োজন স্থগিত ছিল, তবে পরবর্তীতে নিরাপত্তার আশ্বাস পেয়ে আয়োজকদের সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে।

এছাড়া, বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট সরকারকে আট দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত বিচার কার্যক্রমে আনতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

এবারের দুর্গাপূজা ৯ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে, কিন্তু বন্যা ও ভাঙচুরের কারণে স্থানীয়দের মধ্যে উৎসবের আনন্দ কিছুটা ম্লান হয়েছে।