চলমান সংবাদ

শ্রমিক বিক্ষোভে প্রাণহানি: সাভারে গুলিতে নিহত এক, আহত পাঁচ”

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে এক শ্রমিক নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। গতকাল গাজীপুরের আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত কাওসার হোসেন (২৭) টঙ্গাবাড়ির ম্যাংগো টেক্স লিমিটেডে কাজ করতেন। হাসপাতালে ভর্তি হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে হাবীব, নাজমুল, ওবায়দুল, রাসেল ও নয়ন অন্তর্ভুক্ত।

শ্রমিকদের অভিযোগ, মন্ডল নিটওয়্যার লিমিটেডের শ্রমিকদের ওপর হামলা হয়েছে এবং এ বিষয়ে আলোচনার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ভাঙচুর চালায়, এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। বিজিএমইএ এই হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দাবি করেছে যে ঘটনাটি বহিরাগতদের কাজ।

এছাড়া, গাজীপুরের কোনাবাড়ীতেও শ্রমিকরা বিক্ষোভ করেছেন এবং আটজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জে কারখানা বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে শ্রমিকরা আন্দোলন করেছেন, বকেয়া বেতনের দাবি জানিয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক শিল্পে পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠছে।