পতেঙ্গা ডলফিন জেটিতে এমটি বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তিনজন নাবিক নিহত হয়েছেন। বিস্ফোরণের ফলে জাহাজটির সামনের অংশ পুরোপুরি উড়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে ৮৫ কোটি টাকার ক্রুড অয়েল রক্ষা পেয়েছে।
বিপিসি একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা প্রাথমিক রিপোর্ট দাখিল করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, জাহাজের ফোর পিক স্টোরে আগুনের সূত্রপাত হয় এবং এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পর এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিহতদের মধ্যে একজন ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, যার দেহ ঝলসে গেছে।
ঘটনার পর, তদন্ত কমিটি বিএসসির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) দ্রুত কার্যকর করার পরামর্শ দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর চ্যানেল স্বাভাবিক রয়েছে এবং জাহাজ চলাচল অব্যাহত আছে।