চলমান সংবাদ

শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্রিন ডেভেলপমেন্ট নিয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

-দক্ষ জনশক্তি ছাড়া গ্রিন শিপ ইয়ার্ডের সুফল পাওয়া যাবে না

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য প্রদান করছেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর উদ্যোগে আজ সকাল ১০টায় স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে “গ্রিন ডেভেলপমেন্ট ইন শিপ ব্রেকিং ইয়ার্ডঃ প্রসিডিউরস এন্ড মেটারিয়ালস” শীর্ষক এক অরিন্টেশন সভা অনুষ্ঠিত হয় । জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সভাপতি শ্রমিকনেতা তপন দত্তের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য মাহাবুবুল আলম,  বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুরুল আবসার,  বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আলী, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার  সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিছ, সেফটি কমিটির সদস্য মাহাবুবুল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক জামাল উদ্দিন প্রমুখ।

সভার বিষয়বস্তুর উপর আলোচনা উপস্থাপন করেন, পিএইচপি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির সেফটি বিভাগের প্রধান লিটন মজুমদার।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও সম্প্রতি এস এন কর্পোরেশন গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা নতুন শঙ্কার সৃষ্টি করেছে। বক্তারা উল্লেখ করেন, গ্রিন শিপ ইয়ার্ড কার্যকরভাবে পরিচালনার জন্য দক্ষ জনশক্তি ও নিয়মিত মনিটরিং প্রয়োজন। পাশাপাশি, তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সভায় জাহাজভাঙা শ্রমিকরা ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকরা যদি জীবনধারণ উপযোগী মজুরি না পান, তবে দক্ষ কর্মী গড়ে উঠবে না এবং দক্ষ জনশক্তি ছাড়া গ্রিন শিপ ইয়ার্ডের কোন সুফল পাওয়া যাবে না। নেতৃবৃন্দ উল্লেখ করেন, “কোটি কোটি টাকা খরচ করে গ্রিন শিপ ইয়ার্ড তৈরি করা হয়েছে, কিন্তু শ্রমিকদের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেই।”

সভায় উপস্থিত ছিলেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের নেতৃবৃন্দ,  জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইয়ার্ডে কর্মরত জাহাজভাঙা শ্রমিকেরা।  সভায় উপস্থিত সকলেই জাহাজভাঙা সেক্টরে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা,  জীবনমান উন্নয়ন  করা ও ২০১৮ সালের নিম্নতম মজুরি বিবেচনায় নিয়ে এবং বর্তমান বাজার দর বিশ্লেষণ করে নতুন করে যুগোপযোগী মজুরি ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।