এখন অসহ্য গুমোট -সবুর খান
এখন অসহ্য গুমোট বোশেখের তাপে
এখন ঝাপসা রাত বিষন্ন কুয়াশায়
উৎকণ্ঠায় প্রহরারত একঘড়ি ত্রিযামা
হানাদারের প্রতিরোধে
এখন বিকট স্তব্ধতা দিন দুপুরের
সবার উপেক্ষিতঃ ঘুঘু ডাক দোয়েলের শিষ্।
এবার বোশেখেই আষাঢ় অকাল বরিষণে
এখন ভাপসা গুমোট বোশেখের তাপে
বিচ্ছিন্ন দিনের ভাপে
…
থেমে গেছে নহবত পেরেম কুজনের
অকাল বছরের দিনে।
নিশ্চয় নামবে আবার প্রেমের শ্রাবণ
বান ডেকে অথবা জোয়ারের বেলায়
যখনই মলমাস আসে
আবার বসবে রোশনচোকি ছাদনা তলায়-।
আশার একমাত্র বান্ধব স্বাধীনতা আশ্বাস!
…
আবার ভাসবে প্রেম আলোর বন্যায়
আবার হাসবে দিন সূর্য্য সকালে স্বচ্ছ আকাশে॥
( বৈশাখ, ১৩৭৮॥
ফকিরহাটি।১৯৭১ ইং)