চলমান সংবাদ

ঢাকা শহরের বৃষ্টিতে জলাবদ্ধতার প্রধান কারণ এবং সমাধান সংক্রান্ত তথ্য

শুক্রবার তিন থেকে ছয় ঘণ্টার টানা বৃষ্টিতে পুরো ঢাকা শহর পানির নিচে চলে যায়। পানির সরতে ছয় থেকে ১২ ঘণ্টা লাগে। নিম্নাঞ্চলে এখনো পানি সরেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি অস্বাভাবিক নয়, তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন ঢাকার পানি সরতে পথ বন্ধ হয়ে গেছে। ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিতে পুরো শহর ডুবে যায়, এবং পানি সরতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগে।

ড. আখতার মাহমুদ জানান, ঢাকার ৮৫% এলাকা কংক্রিটে ঢাকা থাকায় পানি দ্রুত জমে যায়। ড্রেনেজ সিস্টেম অকার্যকর হওয়ায় পানি সরতে পারে না। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকার জলাবদ্ধতা দূর করা সম্ভব নয়, তবে পরিকল্পিত উদ্যোগে কমানো যেতে পারে। সিটি কর্পোরেশনের ড্রেন ও খালগুলি ময়লা ও বর্জ্যে ভরাট হয়ে গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০৩টি স্থানকে জলাবদ্ধতা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। তারা জলাবদ্ধতা নিরসনে প্রায় ৮২ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে, তবে জলাবদ্ধতার সমাধান হয়নি। নগরবাসীর অসচেতনতা এবং ড্রেনে ময়লা ফেলা জলাবদ্ধতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।