SAAB এর নতুন সভাপতি ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম
সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB)-এর নির্বাচনে ড. মিজানুর রহমান সভাপতি এবং স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকায় নিউ ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে এ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এতে সদস্যরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন। ড. মিজানুর রহমান একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে SAAB-এর কার্যক্রমে নতুন গতির প্রত্যাশা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. মিজানুর রহমান বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে গর্বিত এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় SAAB-কে আরো উচ্চতায় নিয়ে যাব।” এদিকে সংগঠনটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সৃষ্টিশীলতা এবং নকশা ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে আনন্দিত। আমরা একসঙ্গে কাজ করে সংগঠনের উন্নতি নিশ্চিত করব এবং সদস্যদের স্বার্থ রক্ষা করব।” প্রতিক্রিয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, এবারের নির্বাচন প্রক্রিয়া ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন। নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়ন থেকে শিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে SAAB প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনটি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।
# ১ জুলাই, সোমবার