চলমান সংবাদ

শ্রমিকদের বাঁচার মত মজুরির দাবিতে চট্টগ্রামে যুব ইউনিয়নের সমাবেশ।


মহান মে দিবস উপলক্ষে গত ০১ মে বিকাল ৫ টায় বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা শ্রমিকদের বাঁচার মত মজুরিসহ অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মিছিল করে।

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মো: শাহ আলমের সভাপতিত্বে এবং অভিজিৎ বড়ুয়া’র সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,  সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা যুবনেতা প্রীতম চৌধুরী, জাবেদ চৌধুরী, রুপন কান্তি ধর, রাশিদুল সামির ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি ইমরান চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রীয় মালিকানার নীতিতে দেশ পরিচালনার কথা থাকলেও সরকার উল্টো পথে চলছে। যে পুঁজিবাদী ব্যবস্থায় দেশ চলছে তাতে দিন দিন শ্রমজীবী মানুষের উপরে শোষণ-নির্যাতন বেড়েই চলছে। মে দিবসের মর্মবাণীকে উপেক্ষা করে শ্রমিক-মালিক ঐক্যের নামে শ্রমিককে দিয়েই মালিকের শোষণ যন্ত্র অব্যাহত রাখা হচ্ছে। শ্রমিকদের জীবনে চরম সংকট সৃষ্টি করে নব্য ধনিক গোষ্ঠীকে আরও ধনী করে শোষণ বৈষম্য বৃদ্ধি করা হচ্ছে।

বক্তারা আরো বলেন,  শ্রমজীবী মেহনতি মানুষই তাদের শ্রম ও ঘামের মধ্য দিয়েই সভ্যতা বিনির্মাণ করে চলেছেন অথচ তারা আজো অবহেলিত। তাই বক্তারা, সকল শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, সারাদেশে সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠার দাবি জানান।