৯ মামলায় ফখরুলের জামিন, রইলো বাকি দুই
আজ গণমাধ্যমকে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। এর আগে, স্থানীয় সময় দুপুরে জামিন আবেদনের শুনানি শেষ হলেও বিচারক আদেশ পরে দেওয়া হবে বলে জানান। মঙ্গলবার এসব মামলায় একই আদালতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছিল৷ এরমধ্যে ছয়টি মামলা পল্টন থানায় ও তিনটি রমনা থানায় দায়ের করা হয়। মামলার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৯ অক্টোবর দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তিনি বন্দি রয়েছেন৷ পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, তাণ্ডব, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন ও রমনা থানায় তার বিরুদ্ধে মোট নয়টি মামলা করা হয়েছিল।
উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকায় সহিংসতার ঘটনা ঘটে৷ মৃত্যু হয় একজন পুলিশ সদস্যের৷ এজন্য সরকার বিএনপি নেতাকর্মীদের দায়ী করে আসছে৷ তবে সহিংসতার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন বিএনপি নেতারা।

