চলমান সংবাদ

দল বদলের গুঞ্জন সংবাদ সম্মেলন করে নাকচ করলেন রাজশহী বিএনপির শীর্ষ নেতারা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী শহরের মালোপাড়ায় বিএনপি কার্যালয়ে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু
শীর্ষ নেতাদের নতুন দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনের মধ্যে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তাঁরা নতুন দলে যোগ দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার খবর উড়িয়ে দিয়ে বলেছেন, দেশের মানুষ আগামী ৭ জানুয়ারির নির্বাচনে যাবে না। গাড়ি পোড়ানোসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারের পেটোয়া বাহিনীই করছে। বিএনপি দেশের মানুষের ভোটের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে।

আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী শহরের মালোপাড়া এলাকায় মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীদের গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই সেখানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারসহ ১০-১২ জন নেতা।

কয়েক দিন ধরে রাজশাহীতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, মিজানুর রহমান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাদিম মোস্তফা, প্রয়াত বিএনপিদলীয় মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ভাই স্থানীয় বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন নতুন দলে যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু বিএনএমের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে যোগদান করেছেন। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।