চলমান সংবাদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বদলির আদেশ ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন

আদেশ পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বদলি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেননি। বদলির আদেশ যাতে কার্যকর না হয়, সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর পক্ষ হয়ে মাঠে নেমেছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ।

আবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদে যাঁকে পদায়ন করা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নবীউল ইসলামের যোগদানপত্রও গ্রহণ করেননি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এভাবে মন্ত্রণালয় আদেশ দেওয়ার পরও বদলি ঠেকানোর চেষ্টা এবং নতুন পদায়ন হওয়া কর্মকর্তাদের যোগদান করতে না দেওয়ার বিষয়টিকে প্রশাসনিক বিশৃঙ্খলা হিসেবে দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।