তোমার দীর্ঘশ্বাস হবো … -সেলিনা সুমি
বুকের মধ্যটা গভীর হতে হতেই অশান্ত গহ্বর
শুধুই গভীর থেকে গভীরেই চলাচল, কষ্টরা লুটোপুটি খেতে খেতে
রাত গড়িয়ে দিন, দিন গড়িয়ে রাত, প্রাপ্তি যা কিছু হিসেব কষেই শেষ ।
প্রতিদিন অসংখ্য না নিয়ে তুমি আমার সামনে দাঁড়াও, না শব্দটা সত্যিই অনেক ভারী
আগে না শব্দটি আমার কাছে বেঁচে থাকার, জ্বলে উঠবার, প্রতিবাদের আরেক নাম ছিল,
আজকাল না শব্দটি শুনলে কুঁকড়ে যাই, ভিড়ের মধ্যেও খুব একলা লাগে।
অনেকগুলো না শব্দকে দিব্বি মনের মাঝে লুকিয়ে রেখে আমি শুধু পথ চলে যাই
এতটুকু অবসর এলে বড্ড ভয় হয় আমার, কেউ যদি জেনে যায় বুকের গভীর প্লাবন?
ভাল থাকার অভিনয়ে হাপিয়ে উঠেছি বেশ, ইশ্ তুমি যদি জানতে তার এক বিন্দু ও ।।
একটা সময় ছিল তোমার ভালবাসায় প্রতিদিন অবাক হয়ে তাকিয়ে থাকতাম
যতটা ভালবেসেছিলে ততটাই দুরে চলে গেছ, জ্যামিতিক সমীকরনের হিসেব মেনেই।
না শব্দটার প্রতি নেশা ধরে গেছে আমার, প্রতিটি না মানেই অনেকগুলো রক্ত ক্ষরণ
তুমি বুঝতে পারনা এই না শুনব বলেই তোমার সামনে দাঁড়াই, ছায়া হয়ে পাশে থাকি
এভাবেই তোমার অজস্র না নিয়ে নিলাকাশকে সাক্ষী করে ভেজা মাটিতে মিশে যেতে চাই।
শুকতারা হতে চাইনা, চাইনা আর লুকিয়ে তোমার ভেজা চোখের কোণ দেখতে
এর চেয়ে ভাল বাঁশুরিয়ার বুক ভাঙ্গা বাঁশি হবো, শেষ বিকেলের আলো হবো, তোমার দীর্ঘশ্বাস হবো ।
সেলিনা সুমিঃ কবি ও প্রাবন্ধিক