চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
বিগত ১৬ নভেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের এক প্রস্তুতিসভা বিলস-এলআরএসসি সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলার নেতা শামসুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান, বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টু, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভকেট ইকবাল হোসেন, পরিবহণ শ্রমিক নেতা মোঃ হাসান হাসান মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের মোঃ জাবেদ, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিএমএসএফ এর নাজমা আক্তার এবং বিএফটিইউসির দেলোয়ার হোসেন মিন্টু।
সভায় হোটেল এন্ড রেস্টুরেন্ট, জাহাজভাঙা শেমিকদের নিম্নতম মজুরি পুনঃনির্ধারন, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে আগামী ২০ নভেম্বর বিকাল ৩টায় চটগ্রামের জামালখানস্থ চেরাগী মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্ররহীত হয়।