ভারতের কাশ্মীরে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

পুলিশ জানায়, শনিবার নয়নাভিরাম কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয়৷ এরপর দ্রুতই তা পার্শ্ববর্তী কয়েকটি বোটে ছড়িয়ে পড়ে৷ অগ্নিকাণ্ডের এই ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ অন্তত পাঁচটি বোট আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।
বাংলাদেশি পর্যটকেরা আগুনে পুড়ে যাওয়া এই পাঁচটি বোটের একটিতে ছিলেন বলে জানায় পুলিশ। আগুনের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
ত্রুটিপূর্ণ বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কাশ্মীরের এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত৷ এই সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের লাখ লাখ পর্যটক সেখানে জড়ো হন৷ সরকারের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে এক কোটি ৬২ লাখ পর্যটক জম্মু এবং কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন৷
আরআর/টিএম (রয়টার্স)