চলমান সংবাদ

বঙ্গবন্ধু টানেলে কার দুর্ঘটনা

বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেট কারের মারাত্মক ক্ষতি হয়েছে। এতে ৫ আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ঘটনার পর রাত সাড়ে ১০ টায় টানেল কর্তৃপক্ষ বাসটি জব্দ ও ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি উদ্ধার করেছে। গতকাল রাত সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু টানেলের ভেতর এ দুর্ঘটনা ঘটে। বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

দুর্ঘটনার শিকার প্রাইভেট কার আরোহী তৌসিফ জুনায়েদ আলম (২৮) জানান, পতেঙ্গা প্রান্ত দিয়ে রাত সাড়ে ৮ টায় পরিবারের বাবা–মাসহ ৫ সদস্য টানেল দেখতে আসেন। টানেলের ভেতর প্রবেশ করার পর হঠাৎ পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িকে ধাক্কা দিয়ে চেপে দেয়। এরপর বাস যাত্রীরা নেমে আমাদের উদ্ধার করলেও বাস চালক ও হেলপার পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমাদের যেভাবে ধাক্কা দিয়েছে, আমরা আল্লাহর রহমতে বেঁচে গেছি। রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এস আই আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টানেলের ভেতর চট্টমেট্রো জ ১১১৭৬০ যাত্রীবাহী বাস চট্টমেট্রো গ১১– ৫৯০১ প্রাইভেট কারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু টানেলের ফায়ার এন্ড সেফটি ইনচার্জ জানান, দুর্ঘটনার পর গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

# ০৪/১১/২০২৩, চট্টগ্রাম