আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার, আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মৃত্যুবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে – খতমে কোরআন, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পণ। এদিকে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা আজ শনিবার বেলা আড়াইটায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরে মরহুমের গ্রামের বাড়িতে আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ও পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিক, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। জীবনের নানা ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
# ০৪/১১/২০২৩, চট্টগ্রাম