নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
বিরোধী রাজনৈতিক দলের সমাবেশে হামলা,নেতাকর্মীদের গ্রেপ্তার-মামলার প্রতিবাদে এবং আওয়ামীলীগ সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ৩০ অক্টোবর,বিকাল ৪ টায় নগরীর সিনেমা প্যালেস চত্বরে বাম গণতান্ত্রিক জোটের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহা,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক।সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা কমিটির সদস্য আকরাম হোসেন।
সমাবেশে নেতৃবৃন্দ বি এন পি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা-হয়রানির তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফখরুল ইসলামসহ গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন,‘‘ ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে হামলা, মামলা, পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, সরকারি বেসরকারি স্থাপনায় হামলার যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু একে পুঁজি করে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার বিরোধী রাজনৈতিক দলের উপর যে দমন-পীড়ন নামিয়ে এনেছে, তা চরম ন্যাক্কারজনক। বিরোধী দলের নেতাদের বাসভবন পুলিশ কর্তৃক ঘিরে রাখা এবং বিএনপি অফিসকে “ ক্রাইম সীন এলাকা” ঘোষনা করে টেপ দিয়ে ঘিরে রাখার মতো গণবিরোধী অপতৎপরতা পরিচালনা করছে।আওয়ামীলীগ সমস্ত গনতান্ত্রিক-রাজনৈতিক সংস্কৃতি-রীতিনীতিকে পদদলিত করে বাংলাদেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে।’’
নেতৃবৃন্দ দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেয়া, সরকারের পদত্যাগ এবং দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনকে বেগবান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।