গাজায় গণহত্যা বন্ধের দাবিতে টিইউসি চট্টগ্রাম জেলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজায় বর্বর ইসরাইলীদের দ্বারা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার বিরুদ্ধে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অদ্য সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার এ কিউ এম সিরাজুল ইসলাম এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মী নূর জাহাজ খান, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহাম্মদ, সিনিয়র সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ, টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, ট্রেড ইউনিয়ন আঞ্চলিক কমিটির নেতা মহিন উদ্দিন ও সুকান্ত দত্ত, চট্টগ্রাম বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরনেতা আব্দুল হানিফ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ, হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি মিজানুর রহমান প্রমুখ শ্রমিকনেতা ।
প্রধান বক্তার বক্তব্যে ডাক্তার এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ইরসারাইলীরা আজ ফিলিস্তিন দখল করে নিতে চায়। বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তানের নাম মূছে দিতে চায়। ইসরাইলীদের এই অপকর্মে প্রতিনিয়ত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের পশ্চিমা দোসররা। এই সকল তথাকথিত মানবতাবাদীরা একদিকে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার কথা বলছে অন্যদিকে ফিলিস্তিনীদের উপর ইসরাইলীদের বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে। তাই আজ সময় এসেছে এই সকল তথাকথিত মানবতাবাদীদের মুখোশ উম্মোচিত করার।
সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, ফিলিস্তিনে আজ রক্ত ঝরছে। ইসরাইলীদের বর্বর বোমা হামলার কারনে সমগ্র গাজা আজ ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। মানবতার ধ্বজাধারী মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকা বর্বর ইসরাইলীদের মদদ দিচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও এরা হানাদার পাকিস্তানীদের পক্ষে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয় ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম, লিবিয়া, সিরিয়া, কিউবা, ভেনিজুয়েলাসহ যেখানেই মুক্তি সংগ্রামের জন্য মানুষ লড়াই করেছে সেখানেই মার্কিন সাম্রাজ্যবাদ গণমানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং একথা আজ স্পষ্ট, মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলী জায়ানবাদ বিশ্বমানবতার শত্রু। তাই মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলী জায়ানবাদ রুখতে আজ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হতে হবে।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, জায়ানবাদী দখলদার ইসরাইলীরা বিগত তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালাচ্ছে। তাদের বর্বর হামলায় এই পর্যন্ত ৮ হাজারের বেশী ফিলিস্তিনী নিহত হয়েছে। তাদের অমানবিক বর্বর হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না। বর্বর ইসরাইলীরা হাসপাতাল, মসজিদ, গীর্জা ও চার্চসহ সমগ্র গাজায় হামলা করছে। ফলে ফিলিস্তিনের গাজায় আজ চরম মানবিক সংকট দেখা দিয়েছে। এ ধরণের চরম অন্যায়ের বিরুদ্ধে সমগ্র বিশ্বে মানবিক ও বিবেকবোধ সম্পন্ন মানুষেরা প্রতিবাদে গর্জে উঠেছে। তারা নির্বিচারে ফিলিস্তিনীদের উপর হামলা বন্ধ করে তাদের দখলকৃত ভূমি অবিলম্বে তাদের নিকট নিঃশর্তভাবে ফিরিয়ে দেয়ার আহ্বাণ জানান।
সমাবেশ শেষে এক বিশাল লাল পতাকার মিছিল শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ শেষে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।