হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত
বিগত ২০ অক্টোবর শুক্রবার রাত ৮টায় হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের এক কর্মি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মোঃ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক জনাব ইফতেখার কামাল খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ শ্রমিক নেতা মোঃআবু তাহের, ইউনিয়নের বর্তমান কমিটির কার্যকরী সভাপতি আব্দুল মোতালেব, সহ সভাপতি আবু তাহের এবং শ্রমিক নেতা মোঃ জামাল প্রমুখ।
সভায় হোটেল শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সবেতন ছুটি, সার্ভিস বেনিফিট, গ্র্যাচুইটিসহ শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা প্রদানের দাবি জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, হোটেল শ্রমিকের সারাদিন কঠিন পরিশ্রম করে যে যে বেতন পায় তা দিয়ে ন্যুনতম জীবনধারন করাও কষ্টকর তন্মধ্যে মরার উপর খারা ঘায়ের মত বর্তমানে অস্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়ায় হোটেল শ্রমিকসহ সকল নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠছে। সভায় এই দুরাবস্থা থেকে পরিত্রান পেতে হোটেল শ্রমিকসহ নিম্ন আয়ের সকল মানুষের জীবনধারনের জন্য স্থায়ীভাবে রেশনিং ব্যবস্থা চালু করার জন্য দাবি জানানো হয়।