শ্রম আইনের সংশোধন প্রস্তাব টিসিসি তে ফেরত পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে স্কপ -দাবি আদায়ে ৫ নভেম্বর শ্রমিক মহাসমাবেশ
টিসিসি কে পাশকাটিয়ে শ্রম আইন সংশোধনের যে প্রচেষ্টা করা হচেছ শ্রম আইন সংশোধনের সেই প্রক্রিয়া বন্ধ করে পুনরায় আলোচনার দাবিতে আজ ১৯ অক্টোবর ২০২৩ মাননীয় শ্রম প্রতিমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রেরণ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। স্মারকলিপি প্রদানের পূর্বে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক শাহ মো: আবু জাফর, সঞ্চালনা করেন এবং স্মারকলিপি পাঠ করেন অপর যুগ্ম সমন্বয়ক নুরুল আমিন। বক্তব্য রাখেন স্কপ নেতা এবং শ্রম আইন সংশোধন কমিটির শ্রমিক পক্ষের প্রতিনিধি রাজেকুজ্জামান রতন ও চৌধুরী আশিকুল আলম। আরো বক্তব্য রাখেন স্কপ নেতা ্আনোয়ার হোসেন, আব্দুল কাদের হাওলাদার, মাহবুবুল আলম, সাইফুজ্জামান বাদশা, শামিম আরা, নইমুল আহসান জুয়েল, আমিরুল হক আমিণ, বাদল খান, সাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, আবুল কালাম আজাদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, নৌযান শ্রমিক ফেডারেশনের প্রকাশ দত্ত প্রমুখ। সমাবেম থেকে চলতি মাসের মধ্যে উত্থাপিত দাবি মেনে নেয়া না হলে আগামী ০৫ নভেম্বর ২০২৩, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক মহাসমবেশের মাধ্যমে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।