চলমান সংবাদ

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯১তম আত্মাহুতি দিবস পালন সিপিবির

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নারী শহীদ অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯১ তম আত্মাহুতি দিবস পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা। এসময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি অশোক সাহা, সম্পাদকমন্ডলীর সদস্য ফরিদুল ইসলাম, সদস্য রেখা চৌধুরী, সিতারা শামীম, মঞ্জু রানী ভট্টাচার্য, অমিতাভ সেন, মোস্তফা কামাল, মেরী শিকদার ও তাহলিল অর্ণব।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন ভারত বর্ষের মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ-বঞ্চণা, নিপীড়ন -নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য যে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে সেই অগ্নিগর্ভে বীরকন্যা প্রীতিলতার জন্ম হয়। ভারতীয় জনগণকে অপমান, লাঞ্ছনা, বৈষম্য থেকে মুক্ত করার জন্য মাস্টারদা সূর্যসেনের নির্দেশে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র হামলা চালায়। একে একে সহযোদ্ধাদের নিরাপদে বের করে দিয়ে প্রীতিলতা নিজে বের হবার সময় গুলিবিদ্ধ হোন। ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা সায়ানেড খেয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরো তীব্রতর হয়।
১৯৪৭ এ ব্রিটিশরা বিতাড়িত হয়।পরবর্তী পাকিস্তান আমলে একইভাবে শোষণ-নির্যাতন,বৈষম্য বহাল থাকলে তার বিরুদ্ধে ১৯৭১ এ নয় মাসের যুদ্ধে ৩০ লক্ষ মানুষের শহীদি আত্মদান ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়।কিন্তু সাধারণ মানুষের মুক্তি আসেনি।
বক্তারা আরো বলেন,স্বাধীনতা পরবর্তী সব লুটেরা শাসকগোষ্ঠী জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে। বর্তমানে নৈশকালীন ভোটে ক্ষমতাসীন সরকার লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি, হত্যা, গুম,খুন, হয়রানিসহ জনগণের মৌলিক অধিকার হরণ করে চলেছে। এই লুটেরা শ্রেণির বিরুদ্ধে লড়তে হলে বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে আজকের যুবক, তরুণ, ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।