ড. ইউনূসের মামলার শুনানিতে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী খুরশীদ আলম

সোমবার (৪ সেপ্টেম্বর) খুরশীদ আলম সাংবাদিকদের জানান ড. ইউনূসের ট্রাইব্যুনালে নতুন করে প্রসিকিউটর নিয়োগ দেয়ার শুনানিতে তিনি যাচ্ছেন না।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় আইনজীবী খুরশিদ আলমের সঙ্গে সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দেয়ার সিদ্ধান্তের পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। সৈয়দ হায়দার আলী এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্বরত ছিলেন।
তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্দেশ্যে বলেন, একই মামলায় দুইজন আইনজীবীকে নেয়া সমীচীন মনে হচ্ছে না।
তবে এই মামলা হাইকোর্টে এলে খুরশীদ আলম শুনানিতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ‘সেটা তখন দেখা যাবে।‘