চলমান সংবাদ

বেকারদের স্থায়ী কর্মসংস্থান, দ্রব্যমূল্যের দাম কমানো, কার্যকরভাবে ডেঙ্গু প্রতিরোধের দাবিতে চট্টগ্রামে যুব ইউনিয়নের বিক্ষোভ

বেকারদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা, দ্রব্যমূল্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ  এবং চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবিতে  গতকাল ২৫ আগস্ট , ২০২৩, শুক্রবার বিকাল ৫ টায় সিনেমা প্যালেস চত্ত্বরে, কোতোয়ালি থানা,  চট্টগ্রামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন কোতোয়ালি থানার সভাপতি রুপন কান্তি ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবি শংকর সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার  সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, কোতোয়ালি থানার সহসভাপতি বিপ্লব দাশ, সহকারী সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া,  সাংগঠনিক সম্পাদক প্লাবন দে, ছাত্র  ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, যুবনেতা ধ্রুব গুপ্ত, মো: রাসেল প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের ৩ শতাংশ ধনীর বিপরীতে ৯৭ ভাগ সাধারণ মানুষ। দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূর্ণকালীন কাজের ব্যবস্থা নেই। দেশের উচ্চ শিক্ষিত যুবকদের ৪৭ শতাংশের কাজ নেই। সীমাহীন বেকারত্ব ও মূল্যস্ফীতির বেসামাল পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সারা দেশে বাজারে আগুন জ্বলছে। চাল-ডাল-সবজি, তেল, চিনি, পিয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোয়া। দেশের বিপুল অংশের শ্রমজীবী মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। গোটা বাজার আজ গুটিকয়েক ব্যবসায়ি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে।

সভায় বক্তারা আরো বলেন, সরকারের সংশ্লিষ্ট মহলের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনা, পূর্ব প্রস্তুতি ও কার্যকর বাস্তবায়নের ঘাটতির কারণেই সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে।  হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন লাশের সারি দীর্ঘায়িত হচ্ছে। ডেঙ্গু রোগ নির্ণয়ে চট্টগ্রামের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয়  সরঞ্জাম  অপ্রতুল। এর মাঝে বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চট্টগ্রাম শহরের প্রধানতম সমস্যা জলাবদ্ধতা। কয়েকদিনের টানা বর্ষণে শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মানুষের চলাচল থমকে যায়। বছরের পর বছর জলাবদ্ধতার এ সমস্যা থাকলেও এ থেকে মুক্তি মিলছে না।
বক্তারা বলেন, নানাবিধ সমস্যায় সাধারণ মানুষ জর্জরিত। যুবকের হাতে কাজ নেই, দ্রব্যমূল্য দাম ঊর্ধমুখী, ডেঙ্গুর কারণে হাসপাতালে মৃত্যুর মিছিল, অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় নিমগ্ন চট্টগ্রাম। মানুষের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কোনো ভূমিকা নেই। সরকার ব্যস্ত কিভাবে ক্ষমতা চিরস্থায়ী করা যায়।
তাই বক্তারা বলেন, এত বিপুল সংখ্যক যুবদের বেকার রেখে সরকার যে উন্নয়নের বুলি শোনায়, তা মূলত বেকার যুবদের সাথে প্রতারণার শামিল। অবিলম্বে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শূন্য পদে নিয়োগের মধ্য দিয়ে দেশের অর্থনীতি গতিশীল ও বেকার যুবকদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জোর দাবি জানান।  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অবিলম্বে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মজুতদার -মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।  সারাদেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
ডেঙ্গু রোগ প্রতিরোধে ও মশার বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ এবং ডেঙ্গু চিকিৎসা কার্যকর ব্যবস্থা নিতে হবে। জলাবদ্ধতা সমস্যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নাই।