নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: সিপিবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার নেতারা। দলটি মনে করে, নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলার সমাবেশ থেকে এ দাবি করা হয়। পাশাপাশি সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিও জানানো হয়।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সিপিবি কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রেখা চৌধুরী ও জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। বাড়ছে অস্থিতিশীলতা, সংঘাত-সহিংসতা। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। মানুষের মাঝে উদ্বেগ- উৎকণ্ঠা বাড়ছে। হামলা, মামলা, নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। মিছিল-মিটিং ও বাকস্বাধীনতার অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।
তারা বলেন, এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। গণতন্ত্র ও প্রতিনিধিত্বশীল শাসনের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হওয়ার ক্ষেত্রে বিবদমান সাম্রাজ্যবাদী শক্তিসমূহ এবং আঞ্চলিক আধিপত্যবাদী রাষ্ট্রগুলো চরম প্রতিযোগিতায় লিপ্ত।
সিপিবি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এখন আমাদের দেশে নেই। বর্তমান সংসদ না ভেঙে নির্বাচন করলে নির্বাচন নিরপেক্ষ হবে না। চলমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এর কোনো বিকল্প নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ নির্বাচন করতে হবে। দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সমাবেশ থেকে পাচারের টাকা ফেরত এবং সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিপিবি নেতারা।