ময়লা নিয়ে জার্মানিকে আদালতে নেয়ার হুমকি পোল্যান্ডের

বুধবার এক সংবাদ সম্মেলনে মসকভা জানান, বর্তমানে জার্মানির অন্তত ৩৫ টন ময়লা পোল্যান্ডের সাতটি অননুমোদিত আবর্জনার স্তূপে পড়ে আছে৷ এগুলো সরিয়ে নিতে জার্মানির প্রতি আহ্বান জানান তিনি৷
মসকভা বলেন, ময়লার ব্যাপারে জার্মানির কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে৷ কিন্তু তারা বলেছে, বিষয়টি দেখার দায়িত্ব রাজ্য সরকারের৷ তবে রাজ্য সরকারগুলো এখনও কোনো উদ্যোগ নেয়নি৷ তিনি বলেন, ‘‘আমরা ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করেছি৷ ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতে যাওয়ার আগে এটি প্রথম পদক্ষেপ৷”
ইউরোপীয় কমিশন বলেছে তারা পোল্যান্ডের অভিযোগ সম্পর্কে শুনেছে, তবে এখনও আনুষ্ঠানিক নথিপত্র পায়নি৷
জার্মানির পরিবেশ মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে অভিযোগ করা হয়নি, তাই এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়৷ তবে মুখপাত্র ক্রিস্টোফার স্টলৎসেনব্যার্গ বলেছেন, অবৈধ বর্জ্য রপ্তানির বিষয়ে জার্মান সরকার উদ্বিগ্ন৷ তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন যে, বার্লিন নয়, বরং অবৈধ বর্জ্য রপ্তানি বিষয়ে তদন্ত ও সেগুলো ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্য সরকারগুলোর৷ সম্ভব হলে বার্লিন ‘অনানুষ্ঠানিকভাবে’ এ বিষয়ে সহায়তা করে থাকে বলেও জানান তিনি৷
নির্বাচনি ইস্যু
পোল্যান্ডে জমা হওয়া বিদেশি বর্জ্য অনেক বছর ধরেই একটি আলোচিত বিষয়৷ এ বছরের শেষদিকে পোল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ তার আগে এই বিষয়ে আলোচনা আরও উত্তপ্ত হয়ে উঠেছে৷ বিশেষ করে গত সপ্তাহান্তে প্রায় পাঁচ হাজার টন রাসায়নিক বর্জ্যের কারণে একটি সংরক্ষণাগার পুড়ে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে৷
জেডএইচ/এসিবি (এপি, ডিপিএ)