চলমান সংবাদ

ডেঙ্গু চিকিৎসায় কার্যকর ব্যবস্থা ও মশার বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে


মশার বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ এবং ডেঙ্গু চিকিৎসা কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে আজ ১৫ জুলাই, ২০২৩ বিকাল ৫ টায় সিনেমা প্যালেস চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়৷
সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী’র সভাপতিত্বে এবং এ্যানি সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, যুব নেতা প্রিতম চৌধুরী,  ছাত্র নেতা টিকলু কুমার দে, মো: রাসেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকারের সংশ্লিষ্ট মহলের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনা, পূর্ব প্রস্তুতি ও কার্যকর বাস্তবায়নের ঘাটতির কারণেই সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন লাশের সারি দীর্ঘায়িত হচ্ছে। ডেঙ্গু রোগ নির্ণয়ে চট্টগ্রামের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয়  সরঞ্জাম  অপ্রতুল।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু মহামারি প্রতিরোধের জন্য বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনার অভাব রয়েছে। কীটনাশক ও যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা হয় না। মশক নিধনে সিটি করপোরেশনের বাজেট লুটে খাচ্ছে ক্ষমতাসীনরা। মাঝে মধ্যে ড্রোন এবং ফগার মেশিন দিয়ে ফটোসেশন করা হচ্ছে। মূলত মশা নিধনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নগরীতে মশক নিধনে সিটি কর্পোরেশন সহ সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না ।
বক্তারা বলেন,  যতদ্রুত সম্ভব সব এলাকায় মশার নিধনের ঔষধ ছিটাতে হবে, সব নালা-নর্দমা পরিষ্কার করতে হবে। এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারকে এলাকাভিত্তিক স্টিয়ারিং কমিটি গঠন করতে হবে এবং জনসচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করতে হবে। সকল সরকারী ও বেসরকারী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ওয়ান স্টপ সেন্টার চালু করতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করতে হবে। বিনামূল্যে সব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। ঘর ও বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিস্কার রাখতে হবে এবং বাসায় জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে।

# ১৫/০৭/২০২৩, চট্টগ্রাম