চট্টগ্রাম ১০ আসনে নৌকার মাঝি মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-ডবলমুরিং) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাঁকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২৯ জন। তাঁরা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্য থেকে মহিউদ্দিন বাচ্চুকে চূড়ান্ত করা হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মনোনয়নের বিষয়টি সংবাদ মধ্যমকে নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন বাচ্চু নগর যুবলীগের সাবেক আহ্বায়ক। গত বছর সম্মেলনের মধ্য দিয়ে তিনি যুবলীগ থেকে বিদায় নেন। এরপর তিনি নগর আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করে আসছেন।
গত ২ জুন তিনবারের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়েছে। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ৩০ জুলাই এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়।
প্রয়াত সংসদ সদস্য আফছারুল আমীনের স্ত্রী, ছেলে ও দুই ভাইও দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁরা হলেন স্ত্রী কামরুননেছা, ছেলে ফয়সাল আমীন, দুই ভাই এরশাদুল আমীন ও আরিফুল আমীন। এ ছাড়া যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদও মনোনয়ন চেয়েছিলেন একই আসন থেকে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন এবং একই কমিটির দুই উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন ও শফর আলী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।