আরশি নগরের কিস্সা -নাহিদ ফারজানা

একদিন আস্তে করে এসে,
চুপটি করে বসে ছিলে পাশে ।
আরো অনেক পরে
বললে ধীরে ধীরে,
প্রথম উড়াল
উড়ছে সোনাল,
কেমন করে পাখা মেললাম আমি
গল্প বললে তুমি ।
মন হেঁটেছে পথের বাহিরে,
সাথে আছে প্রচ্ছন্ন এক ছায়া ,
হেঁটে হেঁটে উড়ে উড়ে
পার হয়েছি আমি ,
আমারি এক কায়া ।
মাঠ , ঘাট , গাঙ, ঢেউয়ের সাগর
গাঙ পেরিয়ে দ্বীপের ভিতর
চমকে দেখি চোখের উপর
সবুজ দ্বীপ এক , আরশি নগর ।
ইচ্ছে মতন ভেঙে গড়ে কাদামাটির মনে ,
ঘুড়ির সাথে উড়িয়ে নিলে
সবুজ ভাটির টানে ।
যখন স্বপ্ন ভেঙে যায় ,
শূন্য শূন্য শূন্য
যেন সবই
শূন্য হয়ে যায় ।
কবি বাচিক শিল্পী, আটলান্টা